নিজস্ব সংবাদদাতাঃ আজ বুধবার ভোর রাত থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। জল থইথই অবস্থা হয়ে গিয়েছে শহরের একের পর এক জায়গা। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু করে কসবা এলাকা। অফিস টাইমে বেরিয়ে একপ্রকার চরম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে শহরবাসীর। এদিন সকাল থেকে আকাশের মুখ ভার হয়ে রয়েছে। সঙ্গী হয়েছে ঝিরঝিরে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ। কলকাতার পাশাপাশি আগামী কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যের আরও কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা-সহ হাওড়া এবং নদিয়া জেলার বিক্ষিপ্ত এলাকায় আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে টানা বৃষ্টির ফলে কলকাতার একাধিক এলাকায় জল জমে চরম দুর্ভোগের শিকার হয়েছেন মানুষ।