নিজস্ব সংবাদদাতাঃ নতুন মাস অর্থাৎ ডিসেম্বরে প্রথম সপ্তাহে নতুন করে রাজ্যে বৃষ্টির (Rainfall) আশঙ্কা। কার্যত বুলেটিন জারি করে এমনই জানালো আলিপুর আবহাওয়া দফতর। বুলেটিন অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর থেকে বদলাতে শুরু করবে আবহাওয়া। এদিন বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়া আগামী ৬ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলী, দুই ২৪ পরগণায় বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।