আকাশের মুখ ভার, জেলায় জেলায় বৃষ্টি

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী ৪৮ ঘণ্টা রয়েছে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
raintamil

নিজস্ব সংবাদদাতা:  ঘূর্ণিঝড় ম্যাগজাউম শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে মেঘলা আকাশ দেখতে পাওয়া যাবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।