নিজস্ব সংবাদদাতা: রাজ্যজুড়ে চরম মুড সুইং আবহাওয়ার। এই রোদ, এই বৃষ্টি হচ্ছে। ফের আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত। আরও একবার দক্ষিণের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে চলেছে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে দক্ষিণুখী বায়ুর সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসছে রাজ্যে।
অকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায়। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে।