নিজস্ব সংবাদদাতা: দফায় দফায় পাল্টে যাচ্ছে বাংলার আবহাওয়া। কখনও জাঁকিয়ে ঠান্ডা আবার কখনও গরম, মূলত এমনই আবহাওয়ার দেখছেন বাংলার মানুষজন। আলিপুর আবহাওয়া দফতর দাবি করছে যে যেহেতু উত্তর পশ্চিম ভারতে একটি অত্যন্ত শক্তিশালী ঝঞ্ঝা ঢুকছে, সেক্ষেত্রে দফায় দফায় দেশের আবহাওয়ার আমূল পরিবর্তন হতে পারে। তার জের পড়ছে বাংলাতেও।
রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎসহ হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায়। কোথাও কোথাও বজ্রপাত হতে পারে। বৃষ্টির সবথেকে বেশি সম্ভাবনা মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে।