নিজস্ব সংবাদদাতা: নভেম্বরের পাঁচ দিন কেটে গেলেও এখনও ভ্যাপসা গরম চলছে। বেলা বাড়লে রোদের তেজে গরম লাগছে আর সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি আছে। এরই মধ্যে চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়ে দিয়েছে মৌসম ভবন। বৃষ্টি এখনই পিছু ছাড়বে না। এবার সবাই জানতে চায় যে শীত ঢুকবে কবে?
মঙ্গলবার অর্থাৎ ৫ নভেম্বর দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানা গেল। কোনও জেলায় বৃষ্টিপাত হবে না। সেই সঙ্গে সকালের দিকে হালকা কুয়াশা ছিল। ৬ ও ৭ তারিখ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। মূলত বঙ্গোপসাগরে জলীয় বাষ্প পূর্ণ বায়ু ও স্থলভাগের শুষ্ক উত্তুরে হাওয়ার সংঘর্ষেই বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে।
আগামী দু'দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দু- একটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে আজ। বৃষ্টির জেরে উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা কমে যাবে। তবে আগামী পাঁচ দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা একইরকম থাকবে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত দেখা দিয়েছে।