নিজস্ব সংবাদদাতা: আর একটু পরেই বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে। সেই সঙ্গে থাকছে কালবৈশাখীর সতর্কতা। দক্ষিণ পশ্চিমের জেলাগুলিতে তুমুল হাওয়া বইতে পারে। সঙ্গে আবার হবে শিলাবৃষ্টি।
পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান এই ২ জেলায় আগামী দু’ঘণ্টার মধ্যে কালবৈশাখী হতে পারে। বইবে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া। বীরভূম জেলাতেও আগামী দু’ঘণ্টার মধ্যে কালবৈশাখী দেখা দিতে পারে। পশ্চিম বর্ধমান জেলাতে হবে বজ্রবিদ্যুত্সহ ঝড়-বৃষ্টি এবং শিলাবৃষ্টি। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে। বাইরে এখন বেরোবেন না।