নিজস্ব সংবাদদাতা: জামাই ষষ্ঠীর দুপুরের পচা গরমে ঘেমেনেয়ে খেতে বসতে হবে ভেবেই গরম লাগছে? এবার নিষ্কৃতি দেবে বৃষ্টি। বাংলার জামাইদের স্বস্তি দিতে রাজ্য জুড়ে আগামীকাল হতে পারে বৃষ্টি। বুধবার থেকেই বৃষ্টি শুরু হবে জেলায় জেলায়। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও চলবে। বৃৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গজুড়ে। বুধবার থেকে শুরু হয়ে এই বৃষ্টি চলবে ২৯ মে অর্থাৎ আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত। ভয় একটাই, ঝমঝম বৃষ্টিতে আগামীকাল বৃহস্পতিবার জামাই ষষ্ঠীর অনুষ্ঠানে ছেদ পড়বে না তো?
বিহার এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্তের উপস্থিতির জন্য উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে রাজ্যের ২৩টি জেলায় এই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটা হলে এবার জৈষ্ঠ্যের মাঝামাঝি বর্ষার আমেজ তৈরি হবে রাজ্যে।