নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় মোচা (Mocha) নিয়ে দুর্যোগের আশঙ্কার মাঝেই রাজ্যে ফের তাপপ্রবাহের (Heatwave) আশঙ্কা। মঙ্গলবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে। এর পরেই জন্ম নেবে মোচা। এই ঝড়ের আগে বাংলায় কয়েক ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। ইতিমধ্যেই গরমে আবার হাঁপিয়ে উঠেছে বঙ্গবাসী। তাই আবার বৃষ্টির (Rain) আশায় অপেক্ষা রাজ্যবাসীর। এবার সেটা নিয়ে এলো আপডেট। বৃহস্পতিবারের আগে রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে মৌসম ভবন। এদিকে আবার আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে (Andaman and Nicobar Islands) প্রবল বৃষ্টির (Heavy Rain) সতর্কতা জারি করা হয়েছে।