নিজস্ব সংবাদদাতাঃ ভ্যাপসা গরম না ঝেঁপে বৃষ্টি ? আজ দিনভর আবহাওয়া কেমন থাকবে ? এক ধাক্কায় আবারও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। গতকাল বুধবার রোদের দেখা পাওয়া গিয়েছিল। আজ বৃহস্পতিবার কেমন থাকবে সারাদিন ? আজ ১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রী সেলসিয়াস এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াস। আজ ৩৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা থাকলেও, ৩৮ ডিগ্রী সেলসিয়াসের মত গরম অনুভূত হতে পারে সারাদিন।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তারা আরও জানিয়েছেন যে, আজ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আজ দার্জিলিং-সহ উত্তরের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, আজ জেলার কোথাও কোথাও বেলা বাড়ার সাথে সাথে ২ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, আজকে বাতাসে গতিবেগের পরিমাণ আছে প্রতি ঘণ্টায় ৩ কিলোমিটার। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে সর্বোচ্চ ৮২ শতাংশ এবং সর্বনিম্ন ৫৮ শতাংশ।। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৭ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও, আজ সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ আছে ১০০৬.১ মেগাবাইট। আজ বাতাসে দৃশ্যমানতার পরিমাণ হল ৩.৫৪ কিলোমিটার। আজ সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ রয়েছে স্বাভাবিক।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় নিম্নচাপের ফলে টানা অতি ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে হয়েছে।