ফের নিম্নচাপ! ৬ জেলা তোলপাড় হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে

এবার আবার কোথায় বৃষ্টি?

author-image
Anusmita Bhattacharya
New Update
delhirain

নিজস্ব সংবাদদাতা: ফের আসছে দুর্যোগ। বঙ্গোপসাগরে নিম্নচাপ হানা দিচ্ছে। রাজ্যে ফের টানা বৃষ্টি হবে। রাজ্যে এখনও শীত নেই। দিনের বেলা অস্বস্তি থাকলেও, রাতে ও সকালে হালকা কুয়াশা থাকছে। এরই মধ্যে ফের নিম্নচাপ। এটি পরবর্তীতে ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে।

ইতিমধ্যে ঘূর্ণাবর্তের জেরে তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাত হতে পারে। নভেম্বরের ৭ থেকে ১১ তারিখ পর্যন্ত এই রাজ্যেও অতি ভারী বৃষ্টি আসছে। 

আলিপুর আবহাওয়া অফিস বলছে যে দক্ষিণবঙ্গে বৃষ্টিহীন ভাইফোঁটা হবে। দক্ষিণবঙ্গে কোনও জেলায় বৃষ্টি নেই। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। উপরন্তু, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৪ দিনের মধ্যে জেলার বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির বেশকিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আগামী  বুধবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি হতে পারে।