দুর্গাপুজো, কালীপুজো শেষ এবার জগদ্ধাত্রী পুজোয় জেলায় জেলায় আসছে বৃষ্টি! শীতেরও বিরাট ইঙ্গিত

আবহাওয়া দফতর দিল বড় আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
Kolkata rain

নিজস্ব সংবাদদাতা: নভেম্বরের মাঝামাঝি সময়ে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। শীতের পরিবেশ অনুকূল হয়ে উঠবে উত্তুরে হাওয়ার প্রবেশের ফলে। নভেম্বরের ১৫ তারিখ থেকেই পারদের পতন হবে বলে জানা গেল। পশ্চিমের জেলায় পারদ-পতন হবে একটু বেশি। শীতের আমেজ সব জেলাতেই নভেম্বরের মাঝামাঝি থেকে পাওয়া যাবে। 

আজ এবং কাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া দেখা যাবে। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকবে। বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। যদিও বৃষ্টি হবে না বলেই জানা গেছে। রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমী পড়েছে। ওই দিন ও পরের দিন সোমবার হালকা বৃষ্টি হতে পারে অল্প পরিমানে উপকূলের জেলাতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টি হতে পারে ও বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জে বৃষ্টি বেশি হবে না, তবে জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশা সৃষ্টি হবে। সকালের দিকে সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন পর্যটকরা। সোমবার পর্যন্ত বৃষ্টি খুব বেশি হবে না।  

কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা এবং ধোঁয়াশা থাকবে। আগামী চার-পাঁচ দিন নতুন করে তাপমাত্রা নামবে না। বৃষ্টির সম্ভাবনাও থাকবে না।