আজ ও কাল কমলা সতর্কতা! আপনার জেলাও আছে?

রাতেই ঝেঁপে বৃষ্টি নামতে পারে। সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
rain in night.jpg

নিজস্ব সংবাদদাতা: ভ্যাপসা গরম থেকে অবশেষে স্বস্তি পাওয়া গেছে। তবে শুধু গতকাল নয়, আজ ও কালও এমন অবস্থা হতে পারে। আবহাওয়া দফতর থেকে আগেই জানিয়ে দেয় যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আগামিকাল ও পরশু বৃষ্টির কমলা সতর্কতা থাকবে। শহর কলকাতাতেও আগামী দু’দিন বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছিল।

kol rains.jpg

হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। সঙ্গে আগামিকাল থেকে ঝোড়ো দমকা হাওয়া বাড়তে পারে। আজ রাতে যে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে আগামিকাল থেকে তা ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে।

heavy rain  in tamil nadu.jpg

 tamacha4.jpeg

tamacha.jpeg

tamacha1.jpg

tamacha3.jpeg