নিজস্ব সংবাদদাতাঃ আবহাওয়ার পূর্বাভাস বলছে, সোমবার অর্থাৎ আজ বাংলার প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। সঙ্গে কালবৈশাখীরও পূর্বাভাস রয়েছে। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়াও সোমবার দুই ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ থেকে তাপপ্রবাহের সম্ভাবনা কমছে।