জাঁকিয়ে শীতে বৃষ্টির পূর্বাভাস! রাজ্যজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন আগাম আপডেট

শীতের দেখা নেই বঙ্গে (Winter Update in West Bengal)। তবে চলতি সপ্তাহে ঘন কুয়াশার দাপট দেখবে রাজ্যবাসী। আবহাওয়ায় আসছে বড় পরিবর্তন। উত্তুরে হওয়ার দাপটে আবার শুরু হচ্ছে শীতের ইনিংস।

author-image
Jaita Chowdhury
New Update
Weather

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: শীতের দেখা নেই বঙ্গে (Winter Update in West Bengal)। তবে চলতি সপ্তাহে ঘন কুয়াশার দাপট দেখবে রাজ্যবাসী। আবহাওয়ায় আসছে বড় পরিবর্তন। উত্তুরে হওয়ার দাপটে আবার শুরু হচ্ছে শীতের ইনিংস। ভরা মাঘে কনকনে ঠান্ডায় কাঁপবে। বৃহস্পতিবার থেকেই পতন শুরু পারদের। অপরদিকে, ফুরফুরে ঠান্ডা হাওয়ায় কাঁপছে শৈলশহর দার্জিলিং (Darjeeling)।

আগামীকাল কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)?

জাঁকিয়ে শীত পড়ার সম্ভবনা পাহাড়ে। উত্তরবঙ্গের পাঁচ জেলাতে বজায় থাকবে কনকনে শীতের আমেজ। শিরশিরানি ঠান্ডা হওয়ার সঙ্গে মাঝেমধ্যে দেখা মিলবে ঝলমলে রোদের। আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভবনা শৈলশহরে। বৃষ্টির পরেই হুড়মুড়িয়ে নামবে শীতের পারদ

আইএমডি জানিয়েছে, চলতি সপ্তাহে উত্তরবঙ্গে থাকবে জাঁকিয়ে শীতের দাপট। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে হাড় কাঁপানো ঠান্ডা। সপ্তাহন্তে বরফের চাদরের মুড়তে পারে দার্জিলিং। উত্তুরে হাওয়াকে সঙ্গী করে কাঁপবে দক্ষিণবঙ্গ। 

আগামীকাল কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)?

ফের শীতের দাপট শুরু হবে দক্ষিণবঙ্গেও। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু-তিনদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। ২৬ জানুয়ারি থেকেই জাঁকিয়ে শীতের সম্ভবনা দক্ষিণবঙ্গে। 

চলতি সপ্তাহের শেষে জেলায় জেলায় তাপমাত্রা কমবে ২ থেকে ৪ ডিগ্রি। আগামীকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার জন্য হলুদ সর্তকতা জারি হয়েছে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া,এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। কুয়াশার দাপটে দৃশ্যমানতা নামবে ৫০ মিটারে।