আজই আছড়ে পড়ছে নিম্নচাপ, ৯ জেলায় জারি হলুদ সতর্কতা

আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
weather cloud.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যা সোমবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সোমবার থেকেই জানান দিয়েছে তার আগমণের কথা। বিশেষ করে বুধবার দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 

হাওয়া অফিসের পূর্বাভাস, বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা ধীরে ধীরে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে আজ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যদিও নিম্নচাপের কেন্দ্র পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে, কিন্তু সপ্তাহের শেষে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।  

cloudw1.jpg
File Picture

সোমবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 

সোমবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সবচেয়ে বেশি হয়েছে হুগলি, উত্তর ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান। বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সাথে থাকবে ঝোড়ো হাওয়া। 

Rain on Durga Puja
File Picture

Adddd