ফের একবার ভারী বৃষ্টি!

ভারী বৃষ্টি কবে আর কোথায়?

author-image
Anusmita Bhattacharya
New Update
rain1674384089

নিজস্ব সংবাদদাতা: ধীর গতিতে বঙ্গোপসাগরের উপর অবস্থানের সময় বাড়াচ্ছিল দুটি সাইক্লোনিক সার্কুলেশন৷ সোমবার নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার পূর্বাভাস থাকলেও আজ সকালেও হয়নি৷ তবে সেই সাইক্লোনিক সার্কুলেশন থেকে নিম্নচাপটি তৈরি হল৷ পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ রয়েছে। ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে এটি পশ্চিমবঙ্গর দিকে ক্রমশ এগোবে। 

ভারী বৃষ্টি হবে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে। দক্ষিণবঙ্গজুড়েও হবে বৃষ্টি। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। বিহার ঝাড়খন্ডে ও ভারী বৃষ্টি হতে পারে। বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি আসছে। 

দক্ষিণবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে আর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত। কাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে চলেছে তিন জেলা ঝাড়গ্রাম, নদিয়ায়৷ বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতায়। কয়েক পশলা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ ছিল আজও। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে।