বৃষ্টি-বিরতি! রোদ ঝলমলে আকাশে আগমনীর সুর

এ যেন এক নতুন অধ্যায়। টানা বৃষ্টি কাটিয়ে রোদের দেখা মিলেছে। পুজোর আগে আবহাওয়ার ভোল বদলে মুখে হাসি আট থেকে আশির।

author-image
Pallabi Sanyal
New Update
asa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : কয়েকদিনের টানা বৃষ্টিতে আকাশের মুখ ছিল ভার। দিনভর দফায় দফায় বৃষ্টি বাধা সৃষ্টি করেছিল প্রতিমা থেকে মণ্ডপ সজ্জার কাজে। তবে মঙ্গলবার সকালে আকাশ একেবারে ঝকঝকে। শরতের নেই নীল আকাশ। আর তাতে ভাসছে সাদা মেঘের ভেলা। সকাল থেকেই কড়া রোদ। সেই গুমোট ভাব। ঘামঝরা পরিস্থিতি। বর্ষাকালের আমেজ এখন অতীত।  আকাসে বাতাসে শুধুই পুজোর গন্ধ। তবে সকালটা রোদ ঝলমলে হলেও দিনের শেষে কী হয় সেটাই এখন দেখার। রোদ উঠেছে দেখে মুখে হাসি ফুটেছে ব্যবসায়ীদেরও। পুজোর কেনাকাটায় বাদ সাধছিল বৃষ্টি। ফলে লক্ষ্মীলাভের আশায় ব্যবসায়ীরা। তবে কতদিন স্থায়ী হবে এই আবহাওয়া? আরো একটা ঘূর্ণিঝড়ের হাতছানিতে সপ্তাহান্তে ফের ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে। জানা যাচ্ছে,২৯ সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগরে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং তা শক্তি বৃদ্ধি করতে পারে উত্তর বঙ্গোপসাগরে। এর ফলে উইকএন্ডে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সপ্তাহের প্রথমভাগে তাই জরুরী কাজগুলো সেরে ফেলুন। কে বলতে পারে সপ্তাহান্তে ফের প্রবল বর্ষণে ভোগ করতে হতে পারে জল যন্ত্রণা।