নিজস্ব সংবাদদাতা: ফের নামল শহর কলকাতার তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার কলকাতার তাপমাত্রা ১৪-এর ঘরে। এখনও পর্যন্ত বুধবারই হল মরশুমের শীতলতম দিন। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে শুধু কলকাতাই নয়, কলকাতার পাশাপাশি উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা কমেছে রাজ্যে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব বাড়বে এই রাজ্যে। আর তাই আগামী দুইদিন রাতের অর্থাত্ সর্বনিম্ন তাপমাত্রা আরো একটু কমে যেতে পারে। এরপর ২-৩ দিন একই রকম আবহাওয়া দেখা যাবে। তবে বুধবার থেকে আগামী দুইদিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে বলে হাওয়া অফিস জানাচ্ছে। অন্যদিকে, কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে আছে। ফলে বুধবার জমিয়ে শীতের আমেজ পড়ল কলকাতায়। আগামীকাল দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলিতে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের নিচু এলাকাগুলিতে। অন্যদিকে, বিক্ষিপ্তভাবে দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টি হতে পারে বলে দাবি করা হচ্ছে। কাল উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।