নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার মাঝরাতে সাইক্লোন ডানা ওড়িশার ভিতরকনিকা ও ধামরার মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়ে। তবে তার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকায় বৃহস্পতিবার মাঝরাত থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়। যার জেরে কলকাতার একাধিক রাস্তা কার্যত জলের তলায় চলে যায়। কলকাতার একাধিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জল ঢুকতে দেখতে পাওয়া যায়।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলা শুধু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম, এবং দুই মেদিনীপুরে। ২৭ অক্টোবর বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে। সোম ও মঙ্গলবার অর্থাৎ ২৮ অক্টোবর, ২৯ অক্টোবর দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তারপর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে থাকবে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, তারপরেই শীতের আমেজ আস্তে আস্তে রাজ্যে পড়বে।