নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির কারণে সেই রাজ্য থেকে ডিভিসি জল ছাড়ে। যার ফলস্বরূপ বাংলায় একাধিক জেলায় দেখা যায় বন্যা। প্লাবিত হয় একাধিক এলাকা। সেই সময় দাঁড়িয়ে দক্ষিণবঙ্গের এই বন্যা পরিস্থিতিকে ‘ম্যান মেড ফ্লাড’ বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ডিভিসির সাথে সম্পর্ক রাখবেন কিনা, সেটা নিয়েও তুলেছিলেন প্রশ্ন। আর এবার ফের একবার মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল ডিভিসির প্রসঙ্গ।
এদিন ঘূর্ণিঝড় ‘দানা’র এফেক্ট সম্পর্কে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হলে ডিভিসি রাজ্যে জল ছেড়ে দেয়। কালকে ২৪ হাজার কিউসেক জল ছেড়েছে। ঝাড়খণ্ডে লাকিলি বৃষ্টি হয়নি এখনও। ওঁদের ওখানে বৃষ্টি হলে আমাদের বুকে শেল পড়ে। ওখানে বৃষ্টি হলেই ওরা জল ছেড়ে দেবে আমাদের দিকে। বন্যা পরিস্থিতি তো কিছুদিন আগেই দেখলাম”।
একই সাথে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “বাংলাকে ঘূর্ণিঝড়, বন্যায় এক পয়সাও দেওয়া হয় না। যা করার আমরা নিজেরাই করি”।