বৃষ্টি পড়ছে ক্রমাগত, তারপরও নাগেরবাজারের আগুন নিয়ন্ত্রণে নেই, কেন?

শেষ পাওয়া খবর অনুযায়ী, ২২টি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
fire

File Picture

নিজস্ব সংবাদদাতা: দেখতে দেখতে পেরিয়ে গেল ৭ ঘন্টা। এখনও নিয়ন্ত্রণে এলো না নাগেরবাজারের গেঞ্জি কারখানার আগুন। আজ শহর কলকাতা জুড়েই চলছে বৃষ্টি। কখনও ভারী বৃষ্টি তো কখনও মাঝারি। অথচ বৃষ্টির জলেও কাবু হচ্ছে না ভয়াবহ আগুন। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২২টি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

fire 1

দমকলের তরফে জানানো হয়েছে, এই মুহুর্তে আগুন অ্যারেস্ট করা গেছে। আগুন লাগার মূল জায়গাকে চিহ্নিত করা গেছে। অতএব আরও কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এদিকে, এই আগুন লাগা নিয়েও শুরু হয়েছে দ্বন্দ্ব। কেননা দমকলের দাবি আগুন লাগার ঘন্টাখানেক পর তাঁদের কাছে খবর যায়। অথচ স্থানীয়দের দাবি, তারা আগুন লাগার পরই দমকলের সাথে যোগাযোগ করে, দমকল সময়ে আসেনি। ফলে এই নিয়ে একটা জটিলতা ইতিমধ্যেই তৈরি হয়েছে।  

WhatsApp Image 2024-07-12 at 08.19.30

Adddd