বাংলাদেশ নিয়ে উদ্বেগের মধ্যেই পৃথক কোচবিহার রাজ্য চেয়ে অবরোধ! আটকে গেল পরিষেবা

কারা করল বিক্ষোভ?

author-image
Anusmita Bhattacharya
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তরবঙ্গে পৃথক রাজ্যের দাবি। কোচবিহারের জোড়াই স্টেশনে রেল অবরোধ। পৃথক কোচবিহার রাজ্য চেয়ে রেল অবরোধ। এই দাবিতে ফের সরব গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। সাড়ে পাঁচ ঘন্টার রেল অবরোধে দুর্বিষহ ভোগান্তি। উত্তর-পূর্বে ব্যাহত রেল পরিষেবা। অসম-বাংলা সীমান্তে রেল অবরোধে দুর্ভোগ। রেলের আশ্বাস পেয়ে সাড়ে পাঁচ ঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।