নিজস্ব সংবাদদাতা: গতকাল থেকে বিমান পরিষেবার পাশাপাশি বন্ধ ছিল রেল পরিষেবাও। দূরপাল্লার ট্রেন তো আগেই বন্ধ করা হয়েছিল, গতকাল বন্ধ করা হয়েছিল লোকাল ট্রেন পরিষেবাও। এমনকি বহু স্টেশনে লোকাল ট্রেন, মালগাড়ি, কিংবা এক্সপ্রেস ট্রেন লাইনের সাথে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছিল। যাতে ঝড়ের দাপটে ট্রেন বা আশপাশের এলাকায় কোনও বিপদ না ঘটে, সেই জন্যেই নেওয়া হয়েছিল বাড়তি সতর্কতা। তবে আজ ঘূর্ণিঝড় ‘দানা’র ল্যান্ডফলের পর অতি শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ফলে ঝড়ের দাপট অনেকটাই কমেছে। আজ যা চলছে তা হল ভারী বৃষ্টিপাত।
তাই সাময়িক দুর্যোগ কাটিয়ে শুরু হল ট্রেন পরিষেবা। ঠিক সকাল ১০টায় গড়ালো রেলের চাকা। প্রথমে ৯টা ৪৫ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও তারপর আরও ১৫ মিনিট অপেক্ষা করে ঠিক সকাল ১০টায় শিয়ালদাহ শাখা থেকে ছাড়ে ট্রেন। শিয়ালদাহ দক্ষিণ শাখায় প্রথম সোনারপুর লোকাল দিয়ে শুরু হয় রেল পরিষেবা। অফিস টাইমেই শুরু হওয়ায়, প্রথম ট্রেনেই ভিড় ছিল চোখে পড়ার মতো। রেলের তরফে জানানো হয়েছে ধীরে ধীরে স্বাভাবিক হবে রেল পরিষেবা।
এদিন শিয়ালদাহ স্টেশনের পাশাপাশি হাওড়া স্টেশনেও শুরু হয়ে যায় রেল পরিষেবা।