ব্রেকিং : শিয়ালদা ডিভিশনে বন্ধ ট্রেন চলাচল! কবে থেকে আবার স্বাভাবিক হবে?

পূর্ব রেল ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে। শিয়ালদহ রেল ডিভিশনের DRM দীপক নিগম জানিয়েছেন, কলকাতায় ঝড়ের সম্ভাবনা থাকায় এমারজেন্সি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

author-image
Debapriya Sarkar
New Update
Cyclone

নিজস্ব প্রতিবেদন : পূর্ব রেল ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে। শিয়ালদহ রেল ডিভিশনের DRM দীপক নিগম জানিয়েছেন, কলকাতায় ঝড়ের সম্ভাবনা থাকায় এমারজেন্সি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে পাম্প পাঠানো হয়েছে।

Cyclone

যাত্রীদের নিরাপত্তার জন্য, স্টেশন বিল্ডিংয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে, এবং প্ল্যাটফর্ম শেডে কেউ যেন না থাকে, তা নিশ্চিত করতে পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা করা হবে। ক্যানিং, ডায়মন্ড হারবার, নামখানা, এবং কাকদ্বীপে সিনিয়র আধিকারিকরা ও মেডিক্যাল টিম উপস্থিত থাকবেন।

train ajkkl.jpg

মোটরম্যানদেরকে হাওয়ার গতিবেগ বুঝে কন্ট্রোল রুমে তথ্য জানাতে বলা হয়েছে, যাতে ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করা যায়। বৃহস্পতিবার রাত ৮টায় শিয়ালদহ সাউথের শেষ ট্রেন চলবে এবং ২৫ তারিখ সকাল ১০টা থেকে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

tamilnadu cyclone.jpg

বর্তমানে বাতিল হওয়া ১৯০টি লোকাল ট্রেনের মধ্যে শিয়ালদহ-ক্যানিং ২৪টি, সোনারপুর-ক্যানিং ৭টি, এবং অন্যান্য বিভিন্ন রুটে ট্রেন বাতিল রয়েছে। পরিস্থিতি অনুযায়ী, যাত্রীদের চাহিদা বিবেচনায় অতিরিক্ত ট্রেন চালানোর ব্যবস্থা করা হবে। যোগাযোগের জন্য একটি হেল্পলাইন নম্বর খোলা হচ্ছে এবং ট্রেনের চলাচলের উপর কেন্দ্রীয় কন্ট্রোল অফিস থেকে নজর রাখা হবে।