কাজের দিনে রেল অবরোধ, অশোকনগরে দাঁড়িয়ে ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

শিয়ালদাহ বনগাঁ লোকাল অশোকনগর স্টেশনে ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
malad

File Picture

নিজস্ব সংবাদদাতা: অফিস টাইমে ফের ট্রেন বিভ্রাট। আর তাঁর জেরে ভোগান্তিতে অফিস যাত্রীরা। সপ্তাহের শেষ কর্মব্যস্ত দিন। আর সেই দিনেই অশোকনগরে রেল অবরোধ যাত্রীদের। ফলে অশোকনগর স্টেশন থেকে পর পর দাঁড়িয়ে লোকাল ট্রেন। রেল স্তব্ধ হওয়ার পাশাপাশি তার প্রভাব পড়েছে যশোর রোডেও। 

যা জানা যাচ্ছে, অফিস টাইমে এমন ট্রেন দেওয়া হয়েছিল যে অশোকনগর স্টেশনে দাঁড়াতো না সেই ট্রেন। রেলের এই ঘোষণাতেই ক্ষুব্ধ হয়ে ওঠে অশোকনগরের যাত্রীরা। রেললাইনে গাছ ফেলে রেল লাইন অবরোধ করে বিক্ষোভকারীরা। 

raillll.jpg

এরপরেই শিয়ালদাহ বনগাঁ লোকাল অশোকনগর স্টেশনে ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ে। ট্রেনের যাত্রীদের সাথে বচসায় জড়িয়ে পড়েন অশোকনগরের যাত্রীরা। তারা ট্রেন যেতে দেবেন না বলেই জানান। এর জেরেই পর পর বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায় লোকাল ট্রেন। ভোগান্তিতে পড়েন যাত্রীরাও। 

অন্যদিকে, অশোকনগর ঢোকার মুখে ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় রেল গেটও পড়ে থাকে। তার জেরে যশোর রোডেও জ্যাম হতে শুরু করে। ফলে এখন যশোর রোডও স্তব্ধ বলেই জানা যাচ্ছে। কতক্ষণে অবরোধ উঠবে আর কতক্ষণেই বা রাস্তা স্বাভাবিক হবে তা বুঝতে পারছেন না কেউই। 

Rail Blockade by Kurmi society