বাংলার লড়াইয়ে মমতার পাশে রাহুল?

একলা চলো বলে মমতা বন্দোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন বাংলায় তিনি একাই লড়বেন। কংগ্রেসকে দরকার নেই তার। এই কথা জানার পরও কোনোরকম কড়া মন্তব্য করেননি জননেতা রাহুল গান্ধী।

author-image
Shroddha Bhattacharyya
New Update
RAHULMAMATYAAAA.JPG

নিজস্ব সংবাদদাতা : মমতা বন্দোপাধ্যায় আগেই জানিয়েছিলেন বাংলাতে একলাই লড়বেন তিনি। কারোর দরকার নেই তার। রাহুল গান্ধী যখন তার ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে বাংলার বুকে পা রাখেন তখনই এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

তবে কি ইন্ডিয়া জোটে নেই তিনি? প্রশ্ন তো উঠেছিল বটেই। রাহুল গান্ধী জানিয়েছেন এখনও ইন্ডিয়া জোটের শরিক মমতা বন্দোপাধ্যায়। বাংলায় একলা লড়াই করার কথা জানার পরও রাহুল গান্ধী কোনোরকম কোনো মন্তব্য করেননি এখনও পর্যন্ত।  তিনি ন্যায় যাত্রায় পা মিলিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।

 

cityaddnew

 

flamefood1

 

flavourfood