নিজস্ব সংবাদদাতা : মমতা বন্দোপাধ্যায় আগেই জানিয়েছিলেন বাংলাতে একলাই লড়বেন তিনি। কারোর দরকার নেই তার। রাহুল গান্ধী যখন তার ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে বাংলার বুকে পা রাখেন তখনই এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
তবে কি ইন্ডিয়া জোটে নেই তিনি? প্রশ্ন তো উঠেছিল বটেই। রাহুল গান্ধী জানিয়েছেন এখনও ইন্ডিয়া জোটের শরিক মমতা বন্দোপাধ্যায়। বাংলায় একলা লড়াই করার কথা জানার পরও রাহুল গান্ধী কোনোরকম কোনো মন্তব্য করেননি এখনও পর্যন্ত। তিনি ন্যায় যাত্রায় পা মিলিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।