শুকিয়ে যাচ্ছে রবীন্দ্র সরোবর! উঠল গুরুতর অভিযোগ

সকালের মর্নিং ওয়াক হোক বা বন্ধুদের আড্ডা দিতে আসা হোক, সবসময়েই রবীন্দ্র সরোবরে মানুষের সমাগম লক্ষ্য করা যায়। শুনতে আশ্চর্যজনক মনে হলেও এটাই বাস্তব।

author-image
SWETA MITRA
New Update
rabindra sarobar.jpg

 

নিজস্ব সংবাদদাতাঃ রবীন্দ্র সরোবর…এটি বাঙালিদের কাছে একটি আবেগের জায়গা। সকাল হোক বা বিকেল, সবসময়েই সরোবরে মানুষজন থিকথিক করে। সকালের মর্নিং ওয়াক হোক বা বন্ধুদের আড্ডা দিতে আসা হোক, সবসময়েই এখানে (Rabindra Sarobar) মানুষের সমাগম লক্ষ্য করা যায়। কিন্তু এরই মাঝে এল খারাপ খবর। স্থানীয়দের অভিযোগ, একটু একটু করে শুকিয়ে যাচ্ছে রবীন্দ্র সরোবর। কমছে জল। নোংরা জল, শ্যাওলা লক্ষ্য করা যাচ্ছে। প্রশ্ন উঠছে, এর কারণ কী গরম? নাকি অন্য কিছু? বিশেষজ্ঞরা কিন্তু অন্য কথা বলছেন।  তাঁদের মতে, এই ঘটনার নেপথ্যে রয়েছে শতাব্দীপ্রাচীন এই সরোবরের সংস্কারের অভাব। বছরের পর বছর পলি না সরানোয় জল কমছে, গভীরতাও কমে যাচ্ছে।