রবীন্দ্রভারতীর প্রতিবাদ, ফের সিভিক ভলেন্টিয়ারের নামে মামলা! বিস্ফোরক বিজেপি

শুক্রবার রবীন্দ্রভারতীর প্রতিবাদ নিয়ে বিশেষ মন্তব্য করেছেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।

author-image
Probha Rani Das
New Update
bjpflag.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি নিজের এক্স হ্যান্ডেলে বলেছেন, “রবীন্দ্রভারতীর প্রতিবাদ চলছিল গতরাতে এবং সেখানে পুলিশ লেখা বাইক নিয়ে প্রতিবাদীদের মধ্যে ঢুকে পড়েন সিঁথি থানার এক মাতাল সিভিক ভলান্টিয়ার, কটুক্তি করে বলেও শোনা যায়। 

tarunjyotir1.jpg

এক অদ্ভুত গোঁফ যুক্ত কলকাতা পুলিশের অফিসার সেই সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করে। আন্দোলনরত ছাত্রছাত্রীরা বলছিলেন যে ওই কলকাতা পুলিশের অফিসাররাও নাকি মদ খেয়েছিলেন এবং তার পা টলমল করছিল। ছাত্র-ছাত্রীদের চাপে ওই সিভিক ভলেন্টিয়ারের নামে মামলা হয়।

যে বাইক সিভিক ভলেন্টিয়ার চালাচ্ছিল সেটা পুলিশের নামে রেজিস্টার্ড এবং তার একটা কাগজও ঠিক ছিল না। পুলিশের সব গাড়ি নাকি কমিশনার এর নামের রেজিস্টার্ড থাকে। কলকাতা পুলিশ কমিশনারের নামে কেস হবেনা কেন? সিভিক পুলিশ কলকাতা পুলিশের গাড়ি পেল কি করে?”