নিজস্ব সংবাদদাতাঃ আর জি কর কাণ্ডে প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে নেতামন্ত্রী, বুদ্ধিজীবী, সমাজের বিশিষ্ট জন সকলেই আজ তীব্র প্রতিবাদে রাস্তায় নেমেছে। এই প্রতিবাদেই আজ ১৪ আগস্ট, বুধবার রাত ১১ টায় আর জি কর মেডিক্যালে জমায়েত হবে।
এই প্রতিবাদের মিছিলে সামিল হবেন তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা কুণাল ঘোষও। তিনি তার এক্স মাধ্যমে এক বার্তায় লিখেছেন, '' RGKar. প্রতিবাদ হোক। কিন্তু বহু ধর্ষণ, খুন যাদের জমানায়, সেই CPM, BJPর বকলমা ইভেন্টে যাবেন না। কিছুকাল আগে যাদবপুরে ছাত্রের মৃত্যু। কোথায় ছিল বামেরা? CCTV লাগানোর বিরুদ্ধে আন্দোলন। বামেরা কী করেছিল? RGKar কুৎসিত বিচ্ছিন্ন ঘটনা। আমরা সবাই সরব। রামবাম অরাজনীতির মোড়কে রাজনীতিতে। ''
RGKar. প্রতিবাদ হোক। কিন্তু বহু ধর্ষণ, খুন যাদের জমানায়, সেই CPM, BJPর বকলমা ইভেন্টে যাবেন না। কিছুকাল আগে যাদবপুরে ছাত্রের মৃত্যু। কোথায় ছিল বামেরা? CCTV লাগানোর বিরুদ্ধে আন্দোলন। বামেরা কী করেছিল? RGKar কুৎসিত বিচ্ছিন্ন ঘটনা। আমরা সবাই সরব। রামবাম অরাজনীতির মোড়কে রাজনীতিতে।