"দেবীপক্ষের হোক সূচনা তবু, তিলোত্তমাকে ভুলতে দেবো না"! ২ অক্টোবর উদ্যোগ

কি উদ্যোগ নেওয়া হল?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-09-28 at 12.03.44 AM

নিজস্ব সংবাদদাতা: এবার দেবীপক্ষে হবে প্রতিবাদ। সঙ্গে স্লোগান, "দেবীপক্ষের হোক সূচনা তবু, তিলোত্তমাকে ভুলতে দেবো না"।

r g karnews

বার্তা, ৮ই আগস্ট রাতে আর.জি.কর - এ ঘটে যাওয়া নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনা আজও আমরা ভুলি নি, ভুলতে দেবো না , যতই উৎসব আসুক আমাদের সবার কন্ঠে একটাই আওয়াজ থাকবে জাস্টিস ফর তিলোত্তমা। আগামী ১লা অক্টবর মহালয়ার রাতে (রাত ১১:৩০ থেকে ভোর ৬টা) সেই ধর্ষণ ও খুনের প্রতিবাদে আমরা রাত দখলের মাধ্যমে দেবীপক্ষের সূচনা করতে চলেছি, তিলোত্তমা মোড়ে ( নাগেরবাজার মোড়) সবাই একজোট হয়ে আবারও বিচারের দাবিতে এবং নারী , রূপান্তরকামী,  ক্যুয়ার এবং সকল মানুষের সুরক্ষার দাবিতে পথে নামি।"

R G Kar Incident

ইতিমধ্যে বিচারহীন প্রায় দুমাস হতে চলল। এরমধ্যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি অব্যাহত রেখে ক্রমাগত আন্দোলন ও অবস্থান বিক্ষোভ চালিয়ে গেছে স্বাস্থ্য ভবনের সামনে। এছাড়াও সাধারণ নাগরিকরা নেমেছে পথে রাতের পর রাত। রাত দখলের মতো কর্মসূচি নেওয়া হয়েছে পরপর। ৩০ সেপ্টেম্বর রয়েছে সুপ্রিম কোর্টের আগামী শুনানি। গোটা পশ্চিমবঙ্গবাসীর অপেক্ষা এখন শুধু সেই দিনটার জন্য। এখন পুজোয় প্রতিবাদের প্রস্তুতি চলছে সকলের মনে।

Protest