'আড়ালকারীর ছাড় নাই'! ষষ্ঠী থেকে দশমী মন্ডপে প্রতিবাদের ছোঁয়া, তৈরী কর্মসূচি! পুজো উদ্যোক্তাদেরও অনুরোধ

এবার প্রতিবাদের প্ল্যান পুজোজুড়ে।

author-image
Anusmita Bhattacharya
New Update
durga_color_low_rez_by_lonehungrywolf-d8ctzuk

নিজস্ব সংবাদদাতা: এবার পুজো হবে অন্যরকম। থাকবে আর জি কর কাণ্ডের প্রতিবাদের সুর। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়েছে। তাতে রয়েছে পুজোর আগে ও সেই দিনগুলির কর্মসূচি। 

R G Kar Incident

সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট ভাইরাল হচ্ছে তাতে লেখা, মাননীয়া উৎসবে ফিরত বলেছেন,

চলুন সেই নির্দেশ মেনে নিই। চলুন ফিরি ....... 

d

★ বিশ্বকর্মা পুজোর দিন পাড়ায় মহল্লায় উড়ুক প্রতিবাদের কালো ঘুড়ি।

সঙ্গে থাক কালো বেলুন। আকাশ দখল হোক প্রতিবাদে।

★ মহালয়ায় ভোর দখল হোক। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভরাট গলার সাথে মিশে থাকুক অপটু গলার স্লোগান। প্রাণ প্রতিষ্ঠায় দেবীর চোখ আঁকার ক্ষনে মেয়েরা নিজের চোখের পাশে রক্ত আঁকুন।

তিলোত্তমার মতই সব চোখ থেকে ঝরুক ব্যথার রক্ত।

★ পুজো উদ্যোক্তাদের অনুরোধ করুন, প্রতিটি প্যান্ডেলে ঠাকুর রাখার মন্ডপের নাম হোক তিলোত্তমা মন্ডপ। কাগজে এঁকে কিংবা যে কোনওভাবে সেভাবে টাঙিয়ে দিন তিলোত্তমা মন্ডপ লেখা। 

★ চতুর্থীপঞ্চমী বা ষষ্ঠীতে ঠাকুর আনার সময়ে 'বলো দুগগা মাইকি জয়' বোলের সাথেই এবার থাকুক 'উই ওয়ান্ট জাস্টিস'

★ ষষ্ঠীতে প্যান্ডেলে প্যান্ডেলে হোক তিলোত্তমা বোধন।

আসলে শপথ। নতুন দিন আনার। 

যে দিনে একজনকেও তিলোত্তমা হতে হবে না আর।

★ পুজোর মূল চারদিন -

সপ্তমীতে সন্ধ্যে ৭টা থেকে ৭.০৭

অষ্টমীতে রাত ৮টা থেকে ৮.০৮

নবমীতে রাত ৯টা থেকে ৯.০৯

দশমীতে রাত ১০টা থেকে ১০.১০

আলো নিভিয়ে, সাউন্ড বক্স, মাইক বন্ধ রেখে নৈশব্দে, স্তব্ধতায় স্মরণ করুন তিলোত্তমাকে। যে যেখানেই থাকুন, দাঁড়িয়ে যান। আমাদের বোনের জন্য পুজোর দিনগুলোর আনন্দ থেকে ৭,৮,৯ কিংবা ১০ টা মিনিট তো আমরা উৎসর্গ করতেই পারি। 

★ দশমীতে ঠাকুর বরণ করে, না খেলে এবার সিঁদূর দিয়ে প্রতিটি মন্ডপে মায়েরা বোনেরা দিদিরা লিখুন উই ওয়ান্ট জাস্টিস কিংবা অন্যান্য প্রতিবাদী স্লোগান। 

★ এবার বিসর্জন হোক দোষীদের আড়ালকারীদের বিসর্জন। 'আসছে বছর আবার হবে'র সাথেই এবার 'আড়ালকারীর ছাড় নাই' এই বোল থাকুক সবার মুখে। 

★ দশমী-একাদশী-দ্বাদশী জুড়ে বিসর্জনের সময়ে গঙ্গা সহ সব নদী ও পুকুর ঘাটে জ্বলে উঠুক মশাল, প্রদীপ, মোমবাতি কিংবা ফ্ল্যাশলাইট। সাথে বিচার চেয়ে স্লোগান, পোস্টার, প্ল্যাকার্ড। 

★ লক্ষী পুজোয় এবার বাদ থাকুক যে কোনও রকমের বাজি। বদলে রাত ৯টা থেকে ১০টা, একঘন্টা নিষ্প্রদীপ থাকুক গোটা বাংলা। ঘরে বাইরে সব আলো নিভিয়ে শোক পালন হোক বাংলার লক্ষীর জন্য, যিনি আর কখনও 'আসিবেন না।'

Durga_Idol_on_Dashami