BREAKING: আর জি কর, এতদিন পর নিহত চিকিৎসকের মা-বাবার তরফে নতুন আপডেট!

কি দাবি করলেন তারা?

author-image
Anusmita Bhattacharya
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা আর জি করের নিহত চিকিৎসকের মা-বাবার। নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত। বর্তমানে যে তদন্ত চলছে তাদের তাতে আস্থা নেই বলেই জানিয়ে দিলেন। এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের আরো বাইরে চলে যাবে বলে আশঙ্কা পরিবারের। তাদের দাবি তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে।