নিজস্ব সংবাদদাতা: মৃত মহিলা চিকিৎসকের বাবা গত ১২ সেপ্টেম্বর যে চিঠি দিয়েছেন সেটা গুরুত্বসহকারে দেখার জন্য সিবিআইকে নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই চিঠি থেকে গুরুত্বপূর্ণ কিছু লিড পাওয়া যেতে পারে বলে তিনি অনুমান করেছেন।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দাবি করেছেন যে এই চিঠিতে যে সম্ভাবনা এবং ইনপুট রয়েছে সেগুলির তদন্ত করতে হবে সিবিআইকে। রেসিডেন্ট ডাক্তাররা চিঠি দিয়ে সিবিআইকে যে তথ্য দিতে চান সেটাও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখবে।