আচার্যের নির্দেশ, ব্রাত্যর বৈঠকে যেতে বাধা উপাচার্যের? প্রকাশ্যে রেজিস্ট্রারের নোট

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলoতে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য-রাজভবন সংঘাতের সুর ক্রমেই চওড়া হচ্ছে।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
mn

file pic

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের সব বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রারদের শুক্রবার বৈঠকে ডেকেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে একপ্রকার অচলাবস্থার পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে বলে অভিযোগ তুলছেন অনেকে। তা নিয়ে রাজ্য-রাজভবন সংঘাত চরমে উঠেছে। এমন এক পরিস্থিতিতে রেজিস্ট্রারদের বৈঠকে ডেকে পাঠানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কিন্তু ওই বৈঠকে অনেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকেই দেখা যায়নি। গরহাজির ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারও। আর এসবের মধ্যেই প্রকাশ্যে এসেছে একটি নোট। 

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওই নোটটিতে উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়ের কাছে জানিয়েছিলেন, শুক্রবার শিক্ষামন্ত্রীর ঘরে পর্যালোচনা বৈঠকের বিষয়টি। এই বিষয়ে প্রয়োজনীয় অনুমতি চেয়ে উপাচার্যের উদ্দেশে চিঠি লিখেছিলেন রেজিস্ট্রার। তিনি লিখেছিলেন, 'মিটিংয়ে না গেলে উচ্চশিক্ষা দফতর থেকে ফান্ড ফ্লো নিয়ে সমস্যা হতে পারে।' রেজিস্ট্রারের সেই টাইপ করা নোটের নীচে উপাচার্যের হাতে লেখা একটি বক্তব্যও রয়েছে। সেখানে উপাচার্য লিখছেন, 'আচার্যের নির্দেশ আছে, বৈঠকে না যাওয়ার জন্য। সেই কারণে আমি আপনাকে ৮ তারিখের বৈঠকে না যাওয়ার নির্দেশ দিচ্ছি।'