পুজোয়ে এবার 'তিন চাকার গল্প' এর জীবনগাথা, দেখতেই হবে কিন্তু

ঢাকে কাঠি পড়ার আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরেই মা দুর্গার আগমন ঘটবে এই মর্ত্যে। বাপের বাড়ি আসবেন মা উমা। সাথে তাঁর চার সন্তান সন্ততি।

author-image
Adrita
New Update
এক্স

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুজো মানেই প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা আর জমিয়ে খাওয়াদাওয়া। কম বেশি সব প্যান্ডেলেই এখন থিমের রমরমা আর দেদার স্টল। খেতে খেতে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার মজাই যেন আলাদা। তবে এবার হাজরা পার্ক দুর্গোৎসবের পুজো দেখতে ভুলবেন না যেন। তাহলেই হবে সব মিস। 

hiring.jpg

এবারে হাজরা পার্ক দুর্গোৎসবের পুজো ৮১তম বছরে পদার্পণ করল। এবারে তাদের থিম হল “তিন চাকর গল্প”। ৭০০টি অটো টায়ার দিয়ে তৈরি তাদের দুর্গা প্যান্ডেলে। এই প্যান্ডেলে অটো চালকদের জীবন যাত্রাকে দেখানো হয়েছে এক অটোরিকশা স্ট্যান্ড পুনরায় তৈরি করে।  

hiring 2.jpeg