জীবনের চড়াই-উতরাইয়ের কথা বলবে এই পুজো মণ্ডপ

সন্তোষপুর ত্রিকোণ পার্ক। এবছর তাঁদের পুজো ৭৪তম বর্ষে পদার্পণ করল। এবছর তাঁদের থিম ‘ধাপ’।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
75292971_2552154641535037_1960475888554344448_n.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। শহরে, জেলায় এমনকি দেশ কিংবা বিদেশের বিভিন্ন প্রান্তেই এখন চলছে জোরকদমে প্রস্তুতি পর্ব। আরই তারই কিছু খুঁটিনাটি বিষয় তুলে ধরবে এএনএম নিউজ বাংলা।

সন্তোষপুর ত্রিকোণ পার্ক। এবছর তাঁদের পুজো ৭৪তম বর্ষে পদার্পণ করল। এবছর তাঁদের থিম ‘Step’ বা ‘ধাপ’।

IMG20230830115655 (1).jpg

জীবনের চলা, ওঠা-নামা সব কিছু নিয়েই জীবনের ধাপ এগিয়ে যায়। বলা ভালো, বিভিন্ন স্তরে সজ্জিত থাকে আমাদের জীবন। শিল্পী সঞ্জীব সাহার নিখুঁত শৈল্পিক সত্ত্বা দিয়েই ফুটে উঠবে ত্রিকোণ পার্কের এবছরের থিম। পুজোর মোট বাজেট ১৫ থেকে ১৮ লক্ষ টাকা।

IMG20230830120459 (1).jpg

এখনও মণ্ডপসজ্জার কাজ চলছে। তবে উদ্যোক্তাদের কথা অনুযায়ী, তৃতীয়া থেকে মণ্ডপ খুলে দেওয়া হবে দর্শকদের জন্যে। আর যদি ইউনেস্কোতে সন্তোষপুর ত্রিকোণ পার্ক সুযোগ পায়, তাহলে ইউনেস্কোর জন্যে মণ্ডপ খোলা হবে ১১ অক্টোবর থেকে।

IMG20230830115117 (1).jpg

অতএব ত্রিকোণ পার্কের মণ্ডপসজ্জা দেখতে আপনাদের অপেক্ষা করতেই হবে তৃতীয়া পর্যন্ত।