RG Kar Protest: কাজে ফিরতে হবে ডাক্তারদের! এবার হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

আরজি কর কাণ্ডে উত্তাল গোটা বাংলা।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
kolkata high court

file pic

নিজস্ব সংবাদদাতাঃ আরজি করের ঘটনার পর জুনিয়র ডাক্তারদের একটানা কর্মবিরতি নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে মামলা দায়ের করা হয়েছে। এর আগে সুপ্রিম কোর্টে আরজি কর নিয়ে হওয়া মামলায় ডাক্তারদের কর্মবিরতি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে, কর্মবিরতির জন্য বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে একাধিক রোগীর। এবার সেই ইস্যুতেই মামলা হল কলকাতা হাইকোর্টে।

আবেদনে জানানো হয়েছে, এই কর্মবিরতিকে বেআইনি আখ্যা দিয়ে এখনই ডাক্তারদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিক রাজ্য সরকার। মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির জন্য আগামীকাল অর্থাৎ শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের এজলাসে উত্থাপন করা হবে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ডাক্তারদের আন্দোলনের অধিকার যেমন আছে, তেমনই চিকিৎসা দেওয়াও তাদের দায়িত্ব। সেই দায়িত্ব নেওয়ার শপথ গ্রহণ করেছেন তাঁরা। তাই সেই দায় তাঁরা এড়াতে পারেন না বলে অভিযোগ মামলায়। একইসঙ্গে এই আন্দোলনের জন্য যে আর্থিক অনুদান আসছে, তা নয়ছয় হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে মামলায়। ফলে সেই টাকার হিসেব নেওয়ারও আবেদন করা হয়েছে আদালতের কাছে।

প্রসঙ্গত, প্রথমে আরজি কর, পরে সাগর দত্তের ঘটনার জেরে ক্ষোভ বেড়েছে জুনিয়র ডাক্তারদের। এখনও চলছে কর্মবিরতি। এদিকে, সিনিয়র ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন যাতে কর্মবিরতি তুলে নিয়ে আন্দোলনের বিকল্প কোনও পথ ভাবা হয়। বৃহস্পতিবার অর্থাৎ আজ এই বিষয়ে বৈঠক হয়েছে সিনিয়র ডাক্তারদের সঙ্গে।