তদন্তের নামে প্রহসন : করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স অভিযানে অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে সিবিআইয়ের ৯০ দিনেও তদন্ত সম্পন্ন না হওয়ায় জুনিয়র চিকিৎসকরা বিক্ষোভে সরব, জামিনের প্রতিবাদে পথে নামেন অভয়ার বাবা-মা।

author-image
Debapriya Sarkar
New Update
Protest

নিজস্ব সংবাদদাতা : আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদে ফের সিবিআই অফিসের সামনে বিক্ষোভ করেছে জুনিয়র চিকিৎসকরা। অভিযোগ, সিবিআই তদন্তের নামে প্রহসন চালাচ্ছে এবং ৯০ দিনেও চার্জশিট জমা দিতে ব্যর্থ হয়েছে। এর ফলে, অভিযুক্তদের জামিন পাওয়ার পথ সুগম হয়েছে বলে দাবি করেছেন চিকিৎসকরা।

Rg Kar parents

এদিকে, জুনিয়র চিকিৎসকদের সাথে বিচার আশায় পথে নেমেছেন অভয়ার মা-বাবাও। তারা করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত এক অভিযান চালান, যেখানে তারা দাবি করেন, "এতদিনেও সঠিক তদন্ত না হওয়ায় ক্ষোভ দিন দিন বাড়ছে। আমাদের বিশ্বাস, সিবিআই একটি চাপানো তদন্ত করছে, যাতে অপরাধীরা পার পেয়ে যায়।"

Rg kar

প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা সিবিআইয়ের কার্যকলাপ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, "এখনও পর্যন্ত কোন দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়নি। সঠিক তদন্তের অভাবেই দোষীরা জামিন পেয়েছে। সিবিআই কীভাবে এত দীর্ঘ সময় ধরে তদন্ত শেষ করতে পারছে না, তা আমাদের কাছে এক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।" তারা সিবিআইকে তীব্র সমালোচনা করে দাবি করেন, "তদন্তের স্বচ্ছতা বজায় রাখা উচিত ছিল, কিন্তু তা হয়নি।"

Protest

এছাড়া, চিকিৎসকরা আরও জানান, "আমরা পথে নেমেছি কারণ আমাদের বিশ্বাস, এই ঘটনায় অপরাধীরা পার পেতে চায়, আর সিবিআই সে কাজে সহায়তা করছে। আমাদের দাবি, দোষীদের দ্রুত বিচার করা হোক এবং তদন্তে স্বচ্ছতা আনা হোক।"