নিজস্ব সংবাদদাতা: চাকরিহারারা পুলিশের দিকে এগিয়ে দিল জল এবং খাবার। পুলিশদের অভিযোগ ছিল বিক্ষোভকারীরা অবরোধ করে রেখেছিলেন এবং বাইরে যেতে দিচ্ছেন না। বিধান নগর কমিশনারেটের ডিসি অনিশ সরকার এসএসসি ভবনের বাইরে আসেন। তিনি বলেন, "শান্তিপূর্ণ প্রতিবাদে আমাদের আপত্তি নেই। পুলিশকে বাধা দিলে, হেনস্থা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে"।
/anm-bengali/media/post_attachments/2018/03/ssc-759-457358.jpg)