তিলোত্তমার জন্য আবার জাগছে আন্দোলন! মহালয়ায় রাত দখলের ডাক

আবার প্রতিবাদ।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2024-09-26 at 10.45.59 AM

নিজস্ব সংবাদদাতা: গতমাসেই আর জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের এক মহিলা চিকিৎসকের সঙ্গে এক নারকীয় ঘটনা ঘটে গেছে। পরিণতি হয়েছে তার মৃত্যু। ধর্ষণ-খুনের ঘটনায় শোরগোল পড়েছে গোটা রাজ্যে। আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে দেশ থেকে বিদেশে।

R G Kar Incident

এরপর থেকেই ন্যায্য বিচার চেয়ে প্রতিটি সাধারণ মানুষ নেমেছে পথে। ছোট-বড় বৃদ্ধ-বৃদ্ধা তরুণ তরুণী সকলে মিলে একসঙ্গে আন্দোলন করেছে দিনের পর দিন, রাতের পর রাত। গ্রেফতার করা হয়েছে আর জি কর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে। এছাড়াও টালা থানার ওসিকে গ্রেফতার করা হয়েছে। 

r g karnews

এখানেই শেষ নয়, কর্মবিরতি অব্যাহত রেখে জুনিয়ার ডাক্তাররা অবস্থানে বসেছে স্বাস্থ্য ভবনের সামনে। দীর্ঘদিন আন্দোলন চলার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও সুফল না মেলায় আবার আন্দোলন করেছে তারা। অবশেষে আশ্বাসের ভিত্তিতে আন্দোলন তুলেছে তারা। এমনকি কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দিতেও বাধ্য হয়েছে সরকার। তবে একমাস হয়ে যাবার পরেই মুখ্যমন্ত্রী বার্তা দেন এবার উৎসবে ফিরুন। তাই পুজোর আগে উৎসবে ফিরলেও প্রতিবাদ যাতে বজায় থাকে সেটাই জানান দিতে চলেছে আবার একবার মানুষ।

junior doctor protest nnn

৮ আগস্ট রাতে আর জি করে যে নৃশংস ও ভয়াবহ ঘটনা ঘটেছে, তাতে পুজোতে থাকলেও উৎসবে নয়, এই বার্তা দিয়েই ফের গর্জে উঠছে মানুষ একসাথে। আগামী ১ অক্টোবর সন্ধ্যে ৭.৩০ থেকে ১০.৩০ অবধি প্রতিবাদে থাকবে নাগেরবাজারের মানুষ। 

তিলোত্তমা মোড়, নাগেরবাজারে আবার ও সুবিচারের, সকলের সুরক্ষা ও লিঙ্গ সমতার দাবিতে হবে কলরব।