আইসিডিএস সুপারভাইজার নিয়োগে বিক্ষোভ

আইসিডিএস সুপারভাইজার পদে গত ১ বছর ধরে নিয়োগ আটকে আছে। প্রতিশ্রুতি মিললেও সুরাহা হয়নি কিছুই। তারই প্রতিবাদে সরব হলেন চাকরিপ্রার্থীরা। কেক কেটে সল্টলেকে প্রতিবাদ জানান প্রার্থীরা। এক সপ্তাহের মধ্যে নিয়োগ শেষ করতেই হবে এই তাদের দাবি।

author-image
Shroddha Bhattacharyya
New Update
breakinganm

 

নিজস্ব সংবাদদাতা : সল্টলেকে আইসিডিএস  সুপারভাইজার পদে নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি এক সপ্তাহের মধ্যে তাদের নিয়োগ শেষ করতে হবে। এক বছর ধরে চলছে এই প্রক্রিয়া।  সুরাহা মেলেনি কিছুই। তাই সল্টলেকে কেক কেটে অভিনব প্রতিবাদ জানিয়েছেন তারা।  মেডিকেল টেস্ট হবার পরেও কেন নিয়োগ আটকে রয়েছে সেটা তাদের এখনও অজানা। এর আগে প্রায় ২হাজার ৯৩১ পদে সফল প্রার্থীদের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল। সেই প্রক্রিয়া শেষ করার দাবিতে সরব হয়েছেন তারা। 

 

অন্যদিকে, আজ অধিবেশন শুরুর সময়ই এসএলএসটি চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখান।  একপ্রকার চুলের মুঠি ধরে তাদের তোলা হয় প্রিজন ভ্যানে। তাদের একই দাবি।  যত তাড়াতাড়ি সম্ভব যেন নিয়োগ সম্পূর্ণ হয়। 

 

flamefood1

 

cityaddnew

 

flavourfood