নিজস্ব সংবাদদাতা : সল্টলেকে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি এক সপ্তাহের মধ্যে তাদের নিয়োগ শেষ করতে হবে। এক বছর ধরে চলছে এই প্রক্রিয়া। সুরাহা মেলেনি কিছুই। তাই সল্টলেকে কেক কেটে অভিনব প্রতিবাদ জানিয়েছেন তারা। মেডিকেল টেস্ট হবার পরেও কেন নিয়োগ আটকে রয়েছে সেটা তাদের এখনও অজানা। এর আগে প্রায় ২হাজার ৯৩১ পদে সফল প্রার্থীদের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল। সেই প্রক্রিয়া শেষ করার দাবিতে সরব হয়েছেন তারা।
অন্যদিকে, আজ অধিবেশন শুরুর সময়ই এসএলএসটি চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখান। একপ্রকার চুলের মুঠি ধরে তাদের তোলা হয় প্রিজন ভ্যানে। তাদের একই দাবি। যত তাড়াতাড়ি সম্ভব যেন নিয়োগ সম্পূর্ণ হয়।
/anm-bengali/media/post_attachments/537fd11e0c485a11ed4ca8dd300f14a048173d8917c7cd428929149496c36969.jpeg)
/anm-bengali/media/post_attachments/6dcfae52dff7a60a56a07b7e21c6e1fe1e6fda4d5f2052adda2b0da43cdddae9.jpeg)
/anm-bengali/media/post_attachments/57d97a969ed56949403cba9eec23bcce096a5017a7130133b9a39d8b1956629d.jpeg)