ধিক্কার! পথে সংগ্রামী যৌথ মঞ্চ

ডি এ আন্দোলন নিয়ে কম সংঘাত হয়নি সরকারি কর্মীদের। সংগ্রামী যোথ মঞ্চ এবার পথে নামল আরো একবার। দিকে দিকে আক্রান্ত ভোট কর্মীরা। ধিক্কার জানিয়ে হচ্ছে মিছিল।

author-image
Pallabi Sanyal
New Update
dd

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ভোটের দিন পুকুরে ভাসছে ব্যালট! চলছে ধমকি! সন্ত্রাসের আবহাওয়ায় ভোট করানোটাই আতঙ্কের হয়ে উঠেছিল ভোট কর্মীদের কাছে। জেলায় জেলায় ধুন্ধুমার কাণ্ডের জেরে এক প্রকার প্রাণ হাতে করে যেন বাড়ি ফিরতে পারাটাই যেন স্বপ্ন হয়ে উঠেছিল ভোট কর্মীদের। যেভাবে ভোট কর্মীরাও আক্রান্ত হয়েছেন এবারের পঞ্চায়েত নির্বাচনে, ঘটনায় ধিক্কার জানিয়ে পথে নামলো যৌথ সংগ্রামী মঞ্চ। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে। শহীদ মিনার পর্যন্ত মিছিলে পা মেলাবেন সরকারি কর্মীরা। প্রথম থেকেই ভোট কর্মীদের সুরক্ষার জন্য প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ছিল তারা। যা পরিস্থিতি হল তাতে ধিক্কার মিছিলে পা মেলাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ।