নিজস্ব সংবাদদাতা: আচার্য সদনের সামনে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আচার্য সদন থেকে কর্মীরা বাইরে বের হওয়ার চেষ্টা করলে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা বাধা দেন। তাঁরা অভিযোগ করছেন, তাঁদের ভবিষ্যৎ নিয়ে খেলার পর কাউকে রাতে নিশ্চিন্তের ঘুম ঘুমাতে দেবেন না। বিক্ষোভকারী শিক্ষক-শিক্ষিকারা দাবি করেছেন, যতক্ষণ না যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করা হচ্ছে, তাঁরা সেখান থেকে যাবেন না। এদিন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বিক্ষোভকারী চাকরিহারাদের ১৩ জন প্রতিনিধি বৈঠক করেন। সেখানেই এসএসসি চেয়ারম্যান জানান, প্রথম তিনটে কাউন্সিলের সবাই বৈধ। তারপরের কাউন্সিলে চাকরিপ্রাপ্তরা সবাই অবৈধ। এরপরেই ক্ষোভে ও বিক্ষোভে ফেটে পড়লেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।
/anm-bengali/media/media_files/2025/04/10/GeZeGJU9dZwfSR68eBWN.jpg)