শুধু জুনিয়র ডাক্তাররাই নয়, মেজাজ হারাল সাধারণ মানুষও! কাল থেকে কালীঘাটে ধরনা

কারা থাকবে এই ধরনায়?

author-image
Anusmita Bhattacharya
New Update
Protest

নিজস্ব সংবাদদাতা: এবার আমরণ অনশনে বসলেন কলকাতার সব মেডিকেল কলেজের প্রতিনিধিরা। আমরণ অনশনে রয়েছেন কলকাতা মেডিকেল কলেজের স্নিগ্ধা হাজরা, অনুষ্টুপ মুখোপাধ্যায়, তনয়া পাঁজা, এনআরএস মেডিকেলের পুলস্ত আচার্য, কেপিসি মেডিকেলের সায়ন্তনী ঘোষ হাজরা ও এসএসকেএমের অর্ণব মুখোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের সরকারকে দেওয়া ২৪ ঘন্টার ডেডলাইন শেষ হওয়ার পর তারা নামল আমরণ অনশনে। থেকেই ৬ জন জুনিয়র ডাক্তার বসল আমরণ অনশনে।

এর পাশাপাশি সৌমিক মুখার্জি নামক এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, "আমি জনগণ হিসেবে আর চুপ থাকতে পারলাম না। তাই আগামীকাল বিকেলে কালীঘাট মেট্রোর বাইরে একাই যতক্ষণ পারব ধর্নায় বসব। আপনারা প্রয়োজন মনে করলে আসুন।" ইতিমধ্যে জুনিয়র ডাক্তারদের এই অনশনের সিদ্ধান্ত সাড়া ফেলেছে সাধারণ মানুষের মধ্যে। এর আগেও প্রতিটি সহ নাগরিক পা মিলিয়েছে মিছিলে আন্দোলনে। সকলের দাবি ছিল জাস্টিস ফর আর জি কর। এখনও ডাক্তারদেরই পাশে তারা। তাই যেসব ডাক্তার কর্মবিরতিতে যায়নি এবং অনশনে বসেছে তাদের পাশে থাকতে চাইছে সাধারণ মানুষ।

r g karnews

আগেই জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিল যে তারা কর্মবিরতি ফিরিয়ে নেবে কিন্তু তাদের দেওয়া সময়ের মধ্যে দাবি পূরণ করতে হবে। ইতিমধ্যে তারা সম্পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি অনেক জুনিয়র চিকিৎসক ইতিমধ্যে কাজে যোগ দিয়ে দিয়েছে।