নিজস্ব সংবাদদাতাঃ গতকাল রাতে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভাঙচুরের ঘটনা নিয়ে সেই সময়ের কর্মরত নিরাপত্তারক্ষী প্রণয় দাস বলেন, "গতকাল রাত ১টা নাগাদ ৫০০-১০০০ মানুষ এখানে আসেন। আমরা এখানে গেটে তালা লাগিয়ে দিয়েছিলাম কিন্তু তারা তা ভেঙে ফেলে। আমরা অন্য গেটে গেলাম, কিন্তু তারা সেটাও ভেঙে ফেলল। ওরা অনেক বেশি ছিল, আমরা ছিলাম ১০-১২ জন আর পুলিশ। তাই আমাদের তুলনা হয়নি। তারা ঢুকে ভাঙচুর চালায়। তারা কম্পিউটার থেকে শুরু করে ওষুধ সবকিছুর ক্ষতি করেছে। এমনকি সিসিটিভি ক্যামেরাও ক্ষতিগ্রস্ত করেছে।"
#WATCH | Pronoy Das, a security guard at RG Kar Medical College and Hospital who was on duty here last night when vandalisation took place, says, "Around 1 am last night when about 500-1000 people came here...We locked the gate here but they broke it down. We went to another… https://t.co/Fg3JqRPn9Rpic.twitter.com/ULKQsxwMwZ