বাঘাযতীনের হেলে পড়া বহুতলের প্রোমোটার গ্রেফতার

খাস কলকাতার বাঘাযতীনে বহুতল হেলে পড়ার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত প্রমোটার। দক্ষিণ ২৪ পরগনার বকখালির রিসর্ট থেকে বৃহস্পতিবার কলকাতা পুলিশের জালে ধরা পড়েছে অভিযুক্ত।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
mumbai building collapsed.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: খাস কলকাতার বাঘাযতীনে বহুতল হেলে পড়ার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত প্রমোটার। দক্ষিণ ২৪ পরগনার বকখালির রিসর্ট থেকে বৃহস্পতিবার কলকাতা পুলিশের জালে ধরা পড়েছে অভিযুক্ত। চারতলা ফ্ল্যাটবাড়ি হেলে পড়ার পর থেকেই পলাতক ছিল সে। বিপজ্জনক ভাবে এখনও বাড়িটি হেলে রয়েছে একদিকে। ঘটনার দুদিনের মাথায় তাঁকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে বকখালির এক রিসর্ট থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ইতিমধ্যেই  অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক গুরুতর ধারায় অভিযোগ দায়ের করেছে কলকাতা পুরসভা। 

সূত্রের খবর, ঘটনার সময় বাড়িতে কোনও বাসিন্দা ছিলেন না। অনেকদিন ধরেই বহুতলের একদিক নিচু হয়ে ছিল। চলছিল মেরামতির কাজ। সেই কারণেই বাসিন্দাদের অন্যত্র সরানো হয়েছিল।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগে ওই বহুতলের জায়গায় ছিল একটি জলাভূমি। সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি হয়েছে ওই বহুতল। অভিযুক্ত প্রমোটার জলাভূমি বুঝিয়ে করে বহুতল নির্মাণের কাজ। তিনতলা নির্মাণের প্ল্যান পাশ করিয়ে চারতলা করেন বলেও অভিযোগ রয়েছে ওই প্রমোটারের বিরুদ্ধে।