নিজস্ব সংবাদদাতা: এতদিন কর্মবিরতি করছিলেন মূলত জুনিয়র চিকিৎসকরা। এবার বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতির পথে হাঁটছেন। তাঁরা নন এমারজেন্সি ডিউটি থেকে সরে এসেছেন। এরমধ্যে ফর্টিসের মতো বেসরকারি হাসপাতাল রয়েছে। ।কলকাতার আনন্দপুরের ফর্টিস হাসপাতালের চিকিৎসকরা একযোগে একটা চিঠি পাঠিয়েছেন ফর্টিস হাসপাতালের ফেসিলিটি ডিরেক্টরের কাছে। সেখানে তাঁরা আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত অ্যাপোলো হাসপাতালের তরফেও এই হাসপাতালের চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন। তবে চিকিৎসকরা এমারজেন্সি পরিষেবা চালিয়ে যাবেন।
কার্যত সারা বাংলা উৎসবে মজেছেন। তারমধ্যে জুনিয়র চিকিৎসকরা অনশন করছে। বৃহস্পতিবার অনশনরত জুনিয়র চিকিৎসক অনিকেত শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে আরজি করে সিসিইউতে ভর্তি করা হয়। আরজি করের চিকিৎসকরা বলেছেন, অনিকেতের শারীরিক অবস্খা উদ্বেগজনক হলেও পরিস্থিতি স্থিতিশীল। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুই জন জুনিয়র চিকিৎসক অনশন করছিলেন। উত্তবঙ্গ মেডিক্যাল কলেজে অনশনরত দুই জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ইতিমধ্যে হাসপাতালে ICU এর ব্যবস্থা করা হয়েছে। বার বার অনশন তুলে নেওয়ার কথা বললেও জুনিয়র চিকিৎসকরা অনশন থেকে সরতে নারাজ।