নিজস্ব সংবাদদাতা: কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী আগামী ১ অগস্ট থেকে ১৫ বছরের বেশি পুরোনো বাস রাস্তায় চলতে পারবে না। সেই হিসাবে সারা রাজ্যে সংখ্যাটা প্রায় কয়েক হাজারের কাছাকাছি। এর মধ্যে শুধুমাত্র কলকাতাও শহরতলি এলাকায় থেমে যাবে ২৫০০'র-ও বেশি বাস। এই অবস্থায় রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী দাবি করেন যে অগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মাত্র ১৫৭টি বেসরকারি বাস বাতিল হবে।
বেসরকারি বাস মালিকেরা যে দু'আড়াই হাজার বাস বাতিলের কথা বলছেন, তাকে মিথ্যে বলেন মন্ত্রী।