স্কুল শিক্ষকদের বদলি নিয়ে বড় স্টেপ নিল হাই কোর্ট!

হাই কোর্ট নিল নতুন সিদ্ধান্ত।

author-image
Anusmita Bhattacharya
New Update
calcutta highcourty1.jpg

নিজস্ব সংবাদদাতা: শিক্ষক দুর্নীতি নিয়ে একের পর এক মামলা হাই কোর্টে। সুপ্রিম কোর্টে ঝুলে আছে ২০১৬-র এসএসসির গোটা প্যানেল। এবার প্রাথমিক শিক্ষকদের বদলি সংক্রান্ত মামলায় বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাই কোর্ট। 'উৎসশ্রী' পোর্টাল বন্ধ থাকার কারণে শিক্ষক-বদলি আটকে থাকে। ফলে এবার অফলাইনে হবে হবে বদলি।

'উৎসশ্রী' পোর্টাল বন্ধ থাকায় বদলি থমকে যাবে সেটা মানা হবে না বলে সোমবার জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। উত্তর দিনাজপুরের প্রাথমিক স্কুলের কর্মরত মামলাকারী এক শিক্ষিকা পাঁচ বছরের মেয়ে শ্বাসকষ্টজনিত রোগে ভোগার কারণে বাড়ির কাছে বদলি চাইলেও সেটা আটকে ছিল। হাইকোর্টে গেলে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিলেন যে প্রাথমিকের বদলির আবেদন অফলাইনে বিচার করতে হবে। মামলাকারীর আবেদন খতিয়ে দেখাতেও নির্দেশ দিলেন তিনি।

Adddd